এক ঘণ্টা ধরে আকাশে চক্কর দেওয়ার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পেরেছে বাংলাদেশ বিমানের একটি যাত্রীবাহী ফ্লাইট। যেখানে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ড. আবু রেজা নদভীসহ ৪২ যাত্রী ছিলেন। ড্যাশ-৮ উড়োজাহাজটিতে থাকা ৪ বিমান ক্রু এবং যাত্রীরা সবাই অক্ষ'ত আছেন।
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার (৩০ নভেম্বর) রাত ৮টায় ছেড়ে আসা উড়োজাহাজটি চট্টগ্রামে নামার কথা ছিল ৪৫ মিনিট পর। সেই ফ্লাইট চট্টগ্রামে নামতে পেরেছে রাত পৌনে ১০টায়। ল্যান্ডিং গিয়ারে ত্রু'টির কারণে উড়োজাহাজটি চট্টগ্রাম বিমানবন্দরের আকাশে এসে নামতে পারেনি বলে প্রাথমিক খবরে জানা গেছে।
এরপর দুই দফা চক্কর দিয়ে বিফ'ল হয়। এই অবস্থায় উড়োজাহাজটি এক ঘণ্টা আকাশে চক্কর দেয়। এর মধ্যে একবার ঢাকা বিমানবন্দরের কাছাকাছি পর্যন্ত পৌঁছে গিয়ে আবার ফিরে আসে। পরে দ্বিতীয় দফায়ও বিফ'ল হয়। শেষমেষ পাইলটের দক্ষতায় তৃতীয়বার উড়োজাহাজটি রাত পৌনে ১০টায় চট্টগ্রাম বিমানবন্দরে নামতে সক্ষম হয়।
জানতে চাইলে বাংলাদেশ বিমানের চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, বিমানের চার ক্রু এবং ৪২ যাত্রীরা সবাই নিরাপদে অবতরণ করতে পেরেছেন। নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে বিমানটি অবতরণ করতে পেরেছে। যান্ত্রিক ত্রুটির কারণের কথা আমরা জেনেছি।