এমটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নিজেদের মধ্যে বিভেদের সুযোগ নেবে স্বাধীনতা বিরোধী ও দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা। বাংলাদেশের অগ্রযাত্রায় ইর্ষান্বিত একটি মহল বিদেশে লবিং করে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়। আমরা ১৩ বছর ধারাবাহিক ক্ষমতায় থাকলেও অনেকেই এই সত্যটা উপলব্ধি করি না। আমাদের বুঝতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে সকলের জন্য মহাবিপদ নেমে আসবে।
আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এক দফার প্রবক্তা জননেতা মরহুম এম এ আজিজের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরের হালিশহরস্থ মরহুমের বাড়ী সংলগ্ন কবর প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে নাছির আরো বলেন, এই পরিস্থিতিতে যেখানে সবচেয়ে বেশি দলীয় ও জাতীয় ঐক্য প্রয়োজন অথচ হীন স্বার্থে আমাদের কেউ কেউ নানাভাবে বিভেদ, অযৌক্তিক সমালোচনা, বিরোধ, হানাহানি ও চরিত্র হননের অপচেষ্টা চালাচ্ছেন। এটা সত্যিই নিন্দনীয়। এতে লাভবান হবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রকারীরা।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, মাটি ও মানুষের ভাষা বুঝতে না পারলে কখনো আপাদমস্তক পরিপূর্ণ শুদ্ধাচারী রাজনীতিক হওয়া যায় না। ব্যক্তি স্বার্থ পরিহার করে নির্মোহ আদর্শিক রাজনীতিবিদরাই বাংলাদেশের সকল অর্জনের মূল কান্ডারী ছিলেন। মরহুম জননেতা এম এ আজিজ এমনই একজন রাজনীতিক ছিলেন। তাঁর মতো কিছু রাজনীতিক বঙ্গবন্ধুর সহচর ছিলেন বলেই তিনি বাঙালি জাতিসত্তার ঠিকানা বাংলাদেশকে উপহার দিতে পেরেছিলেন।