চট্টগ্রাম থেকে : খালেদা জিয়ার মু'ক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সমাবেশ মঞ্চ নেতাকর্মীদের মা'রা'মা'রিতে ভে'ঙে পড়েছে। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজামকে লা'ঞ্চি'ত করে নিজ দলের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীদের মা'রা'মা'রিতে অনুষ্ঠানে ভে'ঙে পড়ে সভা মঞ্চ। বুধবার দুপুর একটার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ আবাসিক এলাকা মাঠে অনুষ্ঠিত সভায় এ ঘ'টনা ঘ'টে। আহ'তদের নেতাকর্মীরা ঘট'নাস্থল থেকে স'রিয়ে নেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় আনোয়ারা উপজেলার বিএনপির নেতা হেলাল ও মোস্তাফিজ সমর্থিত ফারুক নামের এক বিএনপি কর্মী মঞ্চে বসে থাকা সাবেক এমপি সরওয়ার জামাল নিজামের ওপর হা'ম'লা চা'লায়। এ সময় তার শা'র্ট ও গেঞ্জি ছিঁ'ড়ে ফে'লা হয়।
পরে এমপি নিজাম আমাকে বাঁ'চাও বাঁ'চাও বললে নেতাকর্মীরা এগিয়ে সরওয়ার জামাল নিজামকে গাড়িতে তু'লে দেন। এ সময় নেতাকর্মীদের মারামারিতে হঠাৎ মঞ্চ ভে'ঙে পড়ে। তবে এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দেওয়া বন্ধ রাখেননি।
বক্তব্যের একপর্যায়ে আমীর খসরু বলেন, দক্ষিণ জেলার আজকের সমাবেশে বাঁ'ধ ভে'ঙে'ছে সরকার প'তন আ'ন্দো'লনের। কিছুতেই জনগণকে আ'টকে রাখা যাবে না। এত লোকের সমাবেশ, মঞ্চ তো ভা'ঙবেই। আ'ন্দো'লন বন্ধ হবে না, চলতে থাকবে।