রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২, ০৭:২৯:০৮

করোনা টেস্টের জন্য নমুনা দিয়ে ধরা ১৮ বছরের পালাতক আসামি!

করোনা টেস্টের জন্য নমুনা দিয়ে ধরা ১৮ বছরের পালাতক আসামি!

চট্টগ্রাম: চট্টগ্রামের বহুল আলোচিত নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শনিবার রাতে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ১৮ বছর আগে এই হত্যা মামলার রায় ঘোষিত হয়েছিল। এর পর থেকেই দুবাই পলাতক ছিলেন মহিউদ্দিন।

মহিউদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭-এর হাটহাজারী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, মামলার রায় ঘোষণার পর ২০০৩ সাল থেকেই দুবাই পলাতক ছিলেন মহিউদ্দিন। ১৮ বছর প্রবাসে পালিয়ে থাকার পর গত ২৯ অক্টোবর তিনি দেশে ফেরেন।  

আজ রবিবার রাতে পুনরায় দুবাই ফিরে যাওয়ার কথা ছিল। এ জন্য তিনি কভিড টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন। এরই গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মহিউদ্দিন হাটহাজারী মান্দাকিনি গ্রামের এলাহী বক্সের ছেলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে