চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম জেলার বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী গ্রামে বরখাস্ত ওসি প্রদীপ দাশদের বাড়ি। আলোচিত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সার্বিক পরিস্থিতি নিয়ে তার পরিবারের সদস্যরা ক্ষোভে ফুঁসছে। ধর্মীয় সংখ্যালঘু হওয়ায় তারা খেসারত গুনছেন বলে দাবি প্রদীপের বড় ভাই রণজিত দাশের।
উত্তর কঞ্জুরীর মৃত হরেন্দ্র দাশ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (সিডিএ) চাকরি করতেন। তার পাঁচ ছেলের মধ্যে প্রদীপ দাশ চতুর্থ। ওসি প্রদীপের কর্মকাণ্ডে এলাকাবাসী তাদের ভালো চোখে দেখছে না জানিয়ে রণজিত বলেন, ‘কারো একার অপরাধের দায় তো সবাই নিতে পারে না। তবু আত্মীয়-স্বজন সবার কাছে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে আমাদের।’
গতকাল রায় ঘোষণার আগে দুপুরে কথা হয় রণজিত দাশের সঙ্গে। তিনি টিভিতে সিনহা হত্যা মামলার রায় শোনার অপেক্ষায় খবর দেখছিলেন। রণজিত বলেন, ‘অপরাধ করলে অবশ্যই শাস্তি পেতে হবে।’ তিনি জানান, বাড়িলাগোয়া মন্দিরে অনুষ্ঠান হবে আজ। এ উপলক্ষে তাঁদের উঠানে প্যান্ডেল করা হয়েছে। অবশ্য অনুষ্ঠানের আমেজ ছিল না বাড়িতে।