চট্টগ্রাম থেকে : ভারতের সিআইডি হাতে ধরা পড়েছে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী মো. নুরনবী ম্যাক্সন ওরফে তমাল চৌধুরী। আর তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ভারতের সিআইডি। এই সন্ত্রাসীর নামে ১১টি মামলা রয়েছে বাংলাদেশের একাধিক থানায়। এমনকী সাতটি মামলায় গ্রেফতারি পরোয়ানা পর্যন্ত রয়েছে।
চট্টগ্রামের এই মো. নুরনবী ম্যাক্সন ভারতে গিয়ে তমাল চৌধুরী নামে পাসপোর্ট বানিয়ে ফেলে বলে অভিযোগ। মো. নুরনবী ম্যাক্সন চট্টগ্রাম মহানগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সোমবার (৭ ফেব্রুয়ারি) মেক্সনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।
ভারতের সিআইডি সূত্রে খবর, এই সন্ত্রাসী বাংলাদেশ থেকে পালিয়ে যায় ওমানে। সেখানে রং মিস্ত্রির কাজ করত। তারপর ওমান থেকে পালিয়ে চলে আসে কলকাতার নিউ মার্কেট এলাকায়। তখন নাম বদলে তমাল চৌধুরী হয় সে। কলকাতার নিউ মার্কেটে মাছ বিক্রি করত সে। এই সন্ত্রাসীর সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনের যোগ আছে কিনা খতিয়ে দেখছে সিআইডি।
গত ৪ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগণার বারানগর থানার ডানলপ এলাকা থেকে দেশটির সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। গ্রেফতার মো. নুরনবী ম্যাক্সন (৪০) চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার জাহানপুর এলাকার আব্দুল লতিফের ছেলে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখায় চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।