রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ০১:২০:৩৬

কোরআন হাদীসের আলোকে জীবন গড়ে আল্লাহর সন্তুষ্টিই আমাদের লক্ষ্য হওয়া উচিত

কোরআন হাদীসের আলোকে জীবন গড়ে আল্লাহর সন্তুষ্টিই আমাদের লক্ষ্য হওয়া উচিত

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় আঞ্জুমানে ইসলামিয়া হাফেজিয়া কমপ্লেক্সের বার্ষিক সভা ও সীরতুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কমপ্লেক্সের সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও ইসলামী ব্যাংক সুপারভাইজারি বোর্ডের চেয়ারম্যান ড. মাওলানা গিয়াস উদ্দীন তালুকদার। 

বিশেষ বক্তা ছিলেন আমিরাবাদ সুফিয়া আলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসাইন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলাম ধর্ম আমাদের নীতি ও নৈতিকতার শিক্ষা দেয়। কোরআন হাদীসের আলোকে জীবন গড়ে আল্লাহর সন্তুষ্টিই আমাদের লক্ষ্য হওয়া উচিত। 

অনুষ্ঠান শেষে আঞ্জুমানে ইসলামিয়া হাফেজিয়া এতিমখানার সাত হাফেজ ছাত্রকে পাগড়ী পরিয়ে দেন অতিথিরা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে