রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ১২:৪৩:৫৮

স্বামীর মৃত্যুর দশদিনের মাথায় একসঙ্গে পাঁচপুত্র হারানো, বৃদ্ধা মায়ের দুই হাত তুলে আকুতি

স্বামীর মৃত্যুর দশদিনের মাথায় একসঙ্গে পাঁচপুত্র হারানো, বৃদ্ধা মায়ের দুই হাত তুলে আকুতি

এমটি নিউজ ডেস্ক : একটি হৃদয়বিদারক ঘটনা, যার শোকে কাতর এলাকার সবাই।  স্বামী সুরেশ চন্দ্র শীল মারা যাওয়ার দশদিনের মাথায় একসঙ্গে পাঁচপুত্র হারানো বৃদ্ধা মৃণালিনী শীল, স্বামীহারা পাঁচ পুত্রবধূসহ পরিবার সদস্য, আত্মীয়-স্বজনেরা এখনো শোকে মুহ্যমান। 

ধর্মীয় বিধান অনুযায়ী সুরেশ এবং তাঁর পাঁচ পুত্রের অস্বাভাবিক মৃত্যুতে অশৌচকালীন সময় (১৪ দিন) পর্যন্ত পরিবারের সব সদস্যসহ পুরো গোষ্ঠী ছিলেন নিরামিষভোজী। সুরেশের মৃত্যুর ১১ দিনে এবং অস্বাভাবিক মৃত্যুর কারণে চারদিনের মাথায় পাঁচ পুত্রের পারলৌকিক শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়।

গতকাল দুপুরে শোকার্ত বাড়িতে গেলে কথা হয় প্রয়াত সুরেশের স্ত্রী মৃণালিনী শীলের সঙ্গে। মানু বালা হিসেবেও তাকে চেনেন স্বজনেরা। এ সময় তিনি দুই হাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা গুরুতর আহত রক্তিম শীল, মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসাধীন হীরা শীল এবং ব্রেনস্ট্রোকে আক্রান্ত পুত্র প্লাবন শীল যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

এ সময় তিনি বলতে থাকেন, ‘আমার পরীক্ষা তো অনেক হয়ে গেছে। আর কত পরীক্ষার সম্মুখিন করবেন ভগবান। স্বামীর পর একসঙ্গে পাঁচ সন্তানকে তো কেড়ে নিলেন। এবার একটু দয়া করুন। যাতে আমার দুই সন্তান দুনিয়াতে বেচে থাকেন। ’

পরদিন গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) ছিল পরিবারের সব সদস্যদের মুখে আমিষ জাতীয় (মাছ, মাংসসহ) খাবার মুখে নেওয়ার রীতি। দুই দফায় শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে দূর-দূরান্ত থেকে শোকার্ত পরিবারে আসা স্বজনেরা এদিন সম্মতি দিলে সবাই আমিষ জাতীয় খাবার মুখে নেন। এরপর থেকে তারা নিয়মিত স্বাভাবিকভাবে আমিষ খাবার আস্বাদন করতে পারেন। অবশেষে সেই নিয়মই পালন করা হলো পারলৌকিক শ্রাদ্ধানুষ্ঠানের সর্বশেষ ধর্মীয় বিধান অনুযায়ী।

এখনো স্বাভাবিক হতে পারেননি কেউ : স্বামী সুরেশ চন্দ্র শীল মারা যাওয়ার দশদিনের মাথায় পারলৌকিক ক্রিয়ানুষ্ঠানের আচার হিসেবে নির্জন স্থানে ‘দণ্ডি’ দিতে যায় ৯ ভাই-বোন। এ সময় পিকআপ চাপায় একসঙ্গে পাঁচ পুত্র নিহত এবং আরো দুই পুত্র-কন্যা রক্তিম শীল ও হীরা শীল গুরুতর আহত হওয়া ছাড়া আরেক পুত্র প্লাবন শীল ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়। এরইমধ্যে ধর্মীয় নানা আচার পালনের রীতি। এসব কিছু সামাল দেওয়ার পরও তারা স্বাভাবিক হতে পারেননি। অকালে একসঙ্গে এতজন সদস্যকে হারানোর শোকে ক্ষণে ক্ষণে কেঁদে উঠছেন তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে