এমটি নিউজ ডেস্ক : উচিৎ শিক্ষা পেলেন ছাত্রীর অশ্লী'ল ছবি তুলে অনৈ'তি'ক প্র'স্তাব দিয়ে! এমন একটি ঘটনা ঘটেছে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজারে। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় প্রকাশ্যে গ'ণধো'লাই খেয়ে র'ক্তা'ক্ত হলেন মিজবাহ উদ্দিন (৩০) নামের এক পল্লী চিকিৎসক। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উ'দ্ধার করে স্থানীয় ইউপি সদস্যের জি'ম্মায় দেয়। ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম তাঁকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
কোনো রকম ডিগ্রি ছাড়াই চিকিৎসক সেজে বসা মিজবাহ উদ্দিন চকরিয়া উপজেলার শাহপীর ইউনিয়নের রামপুর গ্রামের লোকমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধ'রে ওই এলাকায় দন্ত চিকিৎসক পরিচয়ে চিকিৎসা করে আসছেন।
ঘটনাস্থল ঘুরে, পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, অবিবাহিত মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে অভি'যোগ, পুঁইছড়ি প্রেম বাজারস্থ তাঁর ডেন্টাল ক্লিনিকে সম্প্রতি এক স্নাতক পাস ছাত্রী দাঁ'তের চিকিৎসা করাতে যান। ওই সময় চিকিৎসা করার ফাঁকে কৌশলে ওই ছাত্রীর আপ'ত্তিক'র ছবি উঠিয়ে নেন ওই চিকিৎসক। পরে স্থানীয় এক কোচিং সেন্টারে আসা-যাওয়ার পথে মিজবাহ নানাভাবে ওই ছবি ছাত্রীটিকে দেখিয়ে অনৈ'তিক প্র'স্তাব দিতে থাকেন। ওই ছাত্রী বিষয়টি তাঁর মাকে জানালে প্রতিবেশীরা আজ সোমবার পুঁইছড়ি প্রেম বাজারে তাঁর পরিচালিত মামণি ডেন্টাল ক্লিনিকে এসে বিষয়টি জানতে চায়। ওই সময় মেজবাহ উদ্দিন ওই ছাত্রীর আত্মীয়-স্বজনের সঙ্গে খারাপ আচরণ করতে থাকেন। একপর্যায়ে তাকে বেধ'ড়ক পে'টায় ভুক্তভোগী ছাত্রীর আত্মীয়-স্বজনরা।
আহ'ত মেজবাহ উদ্দিন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাধীন। সোমবার বিকেলে বিষয়টি নিয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, 'এখন সব কিছু বলতে পারব না। পরে বলব। ঘটনা এড়িয়ে যান। '
বাঁশখালী থানার এসআই মো. মাসুদ বলেন, 'হা'মলার ঘ'টনা জানতে পেরে তাঁকে উ'দ্ধার করেছি। পরে ঘটনাটি নারীসংক্রা'ন্ত জানতে পেরে তাঁকে ইউপি সদস্য মো. জহিরুল ইসলামের জি'ম্মায় রাখা হয়। ওই ছাত্রীর পক্ষের কারো অভি'যোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। '
আহ'ত দন্ত চিকিৎসককে জিম্মায় নেওয়া ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম বলেন, 'আ'প'ত্তিকর ছবি ওই ছাত্রীর অমতে তুলেছে কি না, নাকি প্রেমঘটিত ব্যাপার কিছুই জানি না। মা'রধরের পর ঘটনাটি প্রকাশ্যে জানাজানি হয়েছে। দুই পক্ষের পরিবার, ওই ছাত্রী এবং পল্লী চিকিৎসকের সঙ্গে বৈঠক করে ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। '