ইফতেখার (চট্টগ্রাম প্রতিনিধি): শুক্রবার সন্ধা ৭ টা ৩০ ঘটিকার সময় ঢাকা থেকে আসা সীমান্ত সুপার সার্ভিস বাসটি (ঢাকা মেট্রো ভ ১১-০৯৭০) চট্টগ্রাম এর, কর্নেল হাট ফুটপাত ফ্লাইওভার পার হওয়ার আগ মূহুর্তে রাস্তার মিড পয়েন্ট থেকে নিয়ন্ত্রন হারিয়ে পাশে থাকা একটি রিক্সাকে গুরতর চাপা দেয় । এতে রিক্সা চালক সহ দুজন আহত হয় । চালক বাসটি রেখে পালিয়ে যায় ।
শেষ পর্যন্ত রিক্সা চালকের অবস্থা গুরুতর হওয়ায় এবং চালকটির চিকিত্সার জন্য কেউ এগিয়ে না আসলে, আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মোঃ ইফতেখার উদ্দীন(আসিফ),সিএনজি চালিত অটো রিক্সা করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (CMH)
নিয়ে জরুরী বিভাগে ভর্তি করেন । এবং তাত্ক্ষনিক চিকিত্সা সেবা ও মেডিসিন এর ব্যবস্থা করেন ।
শেষ খবর পাওয়া পর্যন্ত,আমাদের চট্টগ্রাম সংবাদ দাতা মোঃ ইফতেখার ভাই বলেন ,বিষয়টি পুলিশ কেইসের জন্য শাহবাগ থানা এবং চকবাজার মেডিকেল থানায় তিনি গাড়িটির নম্বর সহ আহত ব্যক্তির পরিচয় পত্র জমা দিয়েছেন ।
রিক্সা চালক : মোঃ শামিম পিতা :মানিক মিয়া স্থায়ী ঠিকানা :জয়পুরহাট বর্তমান :কর্নেল হাট,চট্টগ্রাম ।
১৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস