এমটি নিউজ ডেস্ক : একটি করুণ মৃত্যু, চট্টগ্রামের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় বাসের চাপায় আদিব (৭) নামে এক শিশু মারা গেছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।
নিহত মো. আদিব রহমান হালিশহর থানার বড়োপোল এলাকার মইন্যাপাড়ার একটি মাদরাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল। সে চন্দনাইশের বৈলতলী এলাকার মৃত সায়েম মাহমুদের ছেলে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, আদিবকে হাসপাতালে নেওয়া শাহজালাল জানান, তারা বাকলিয়া থানার নতুন ব্রিজের মুখে সিএনজির জন্য অপেক্ষা করছিল। অপর পাশ থেকে দ্রুতগামী বাস এসে আবিদকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় আবিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা শাহজালাল বলেন, গ্রামের বাড়ি থেকে হালিশহরের মাদরাসা যাওয়ার জন্য চাচা- ভাতিজা রওনা করেছিলাম। বাস থেকে নেমে নতুন ব্রিজ এলাকায় সিএনজির জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় দ্রুত গতির একটি মিনিবাস অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে আমাদেরকে চাপা দেয়। এতে আমি হাত, পা পিঠে আঘাত পেয়ে বেঁচে আছি। কিন্তু আমাদের আদরের আদিবকে বাসটা মেরে ফেলল।
তিনি বলেন, আদিব হালিশহরের যে মাদরাসায় হেফজ বিভাগে পড়ত। সে মাদরাসায় আমিও কাজ করি। তাই দুইজন একসঙ্গে বাড়ি থেকে মাদরাসায় যাচ্ছিলাম।
তিনি আরও বলেন, আদিব কোরআনে হাফেজ হতে চেয়েছিল। সে আমপাড়া শেষ করেছিল। আরও কিছুদিন পড়ে কোরআন মুখস্থ করা শুরু করত। আমাদের সবার ইচ্ছে ছিল আদিব কোরআনে হাফেজ হবে। তারও ইচ্ছে ছিল। পরিদর্শক সাদেকুর রহমান বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।