চট্টগ্রাম থেকে: চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহ'ত হয়েছেন। শুক্রবার দুপুরে এই দু'র্ঘ'টনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার এসআই সৈয়দ আহমদ।
এসআই সৈয়দ আহমদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধা'ক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহ'ত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি করে কয়েকজন খৈয়াছড়া ঝর্ণা দেখতে এসেছিলেন। তবে নিহ'তদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
অন্যদিকে, চট্টগ্রামের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নিজাম উদ্দিন বলেছেন, খৈয়াছড়া এলাকায় একটি ট্রেনের ধা'ক্কায় মাইক্রোবাসের কয়েকজন যাত্রী নিহ'ত হয়েছেন। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি।
রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খৈয়াছড়া এলাকায় রেলওয়ের ওপর দিয়ে একটি সড়ক পথ গেছে। সেখানে রেলওয়ের নিযুক্ত গেটম্যানও আছে। দু'র্ঘ'টনার পরপর গেটকিপারে সঙ্গে কথা বলেছি।
তিনি বলেন, গেটকিপার আমাকে জানিয়েছেন, ট্রেন আসার আগেই গেট ফেলা ছিল কিন্তু মাইক্রোবাসের চালক গেটবারটি জো'র করে তুলে রেললাইনে প্রবেশ করেন। এরপর মহানগর প্রভাতী ট্রেন মাইক্রোবাসটিকে ধা'ক্কা দেয়। আমরা ঘটনাটি তদ'ন্ত করে দেখছি।