বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০৮:৩০:২১

শাহ আমানতে ড্রোন ও অস্ত্রসহ আটক বিমানযাত্রী

 শাহ আমানতে ড্রোন ও অস্ত্রসহ আটক বিমানযাত্রী

চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও অস্ত্রসহ বিদেশ ফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।  দুবাই ফেরত ওই যাত্রীর নাম সোলায়মান।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপ-পরিচালক মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক সোলায়মানের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।  দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুধবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।  তার কাছে অবৈধ পণ্য রয়েছে মর্মে সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

মো. জাকির হোসেন জানান, ওই যাত্রীর লাগেজ পরীক্ষা করে ২ দশমিক ৪ গিগাহার্টজের ক্যামেরাযুক্ত একটি ড্রোন এবং এক মিলিয়ন ভোল্টেজের ইলেকট্রিক শক দেয়ার ক্ষমতাসম্পন্ন একটি সিকিউরিটি স্ট্যান গান পাওয়া যায়।  পণ্য দুটি দেশে আনার কোনো আইনি অনুমতি না থাকায় তাকে আটক করা হয়।

সোলায়মানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
 ২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে