মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:২৩:৫৫

ডালডা ও পাম অয়েলের সঙ্গে কাপড়ের রং মিশিয়ে ‘ঘাওয়া ঘি’! দুই লাখ টাকা জরিমানা

ডালডা ও পাম অয়েলের সঙ্গে কাপড়ের রং মিশিয়ে ‘ঘাওয়া ঘি’! দুই লাখ টাকা জরিমানা

এমটিনিউজ২৪ ডেস্ক : পাম অয়েলের সঙ্গে কাপড়ের রং মিশিয়ে তৈরি করা হচ্ছিল ‘ঘাওয়া ঘি’। এই ভেজাল ঘি তৈরির জন্য বাসার একটি অংশকে অবৈধভাবে কারখানা বানান নাছির উদ্দিন। ওই ঘিকে ব্রান্ড করতে ‘চট্টলা ঘি’ নামও দিয়েছিলেন।

শেষপর্যন্ত ধরা পড়ে যান এই নাছির উদ্দিন। এজন্য তাকে দুই লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে। পাশাপাশি কারখানাটিও বন্ধ করে দেওয়া হয়।

ঘটনাটি চট্টগ্রামের বাঁশখালীতে। কাথারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিজের দুতলা ভবনেই কারখানা বানান নাছির উদ্দিন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

তিনি বলেন, ডালডা ও পাম অয়েলের সঙ্গে কাপড়ের রং মিশিয়ে ঘি তৈরি করা হচ্ছিল। আমরা অভিযান চালিয়ে এর মালিক নাছির উদ্দিনকে দুই লাখ টাকা জরিমানা করেছি এবং কারখানাটি বন্ধ করে দিয়েছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে