এমটিনিউজ২৪ ডেস্ক : রাঙ্গামাটি শহরের পর্যটন কমপ্লেক্স সংলগ্ন এলাকায় একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে সাতজন আহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, তবলছড়ি পর্যটন কমপ্লেক্স এলাকায় চট্টগ্রাম মাদারবাড়ী থেকে আসা একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে বাসের সাতজন আহত হন। পরে স্থানীয় ও পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা বেশি গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে পাঠিয়ে দেওয়া হয়।