এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় সিএনজি চালিত টেম্পু উল্টে মো. রিপন (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কালুরঘাট সেতুতে ওঠার সময় টেম্পুটি নিয়ন্ত্রণ হারলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মাদারীপুরের শিবচর থানার মাদবরের চর ইউনিয়নের রক্তিকান্দি গ্রামের মোতাই মাতব্বরের ছেলে। তিনি নগরীর মুরাদপুর এলাকায় ভাড়া বাসায় থেকে সিলভারের পণ্যসামগ্রী ফেরি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেতুর টোল বক্সের সামনে টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। টেম্পুটিতে চালকসহ ১৫ জন যাত্রী ছিলেন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মিজানুর রহমান জাগো নিউজকে জানান, টেম্পুর যাত্রী নূর বেগম (৫৫) ও জাহাঙ্গীর আলম (৭০) নামের দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কালুরঘাট এলাকায় দুর্ঘটনায় আহত রিপন নামের একজনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।