এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আন্দরকিল্লা এলাকায় একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এতে হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে একজন কর্মকর্তা বলেন, দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে মেটারনিটি হাসপাতালের পাশে একটি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে।