এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বি'স্ফো'রণে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত অন্তত ২২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন- শামসুল ইসলাম, ফরিদুল আলম, রতন, আবদুল কাদের, সালাউদ্দিন। শনিবার (৪ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিকেল ৪টা ৫৫ মিনিটে ওই প্ল্যান্টে বি'স্ফো'রণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়রা জানান, বি'স্ফো'রণে কয়েক কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়।