শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ০২:১৭:৩৯

মুখোমুখি সংঘর্ষে মহাসড়ক থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী দুই বাস!

 মুখোমুখি সংঘর্ষে মহাসড়ক থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী দুই বাস!

পটিয়া (চট্টগ্রাম) : পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি সম্প্রতি ১৮ ফিট হতে ৩৪ ফিটে প্রশস্তকর করা হয়েছে। মহাসড়কটি বড় হওয়ার ফলে চালকেরা বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছে।

পটিয়া-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বোর্ড অফিস এলাকায় যাত্রীবাহী দুটি চেয়ারকোচের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের নাম শাহীদা (২৮) ও আব্দুল হামিদ (৩২)।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটের দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে পটিয়া-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাতকানিয়া অভিমুখী অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ মারাত্মক দুর্ঘটনা ঘটে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক ফাঁকা থাকার সুযোগে দুটি বাসের চালক দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন। মুখোমুখি সংঘর্ষে মহাসড়ক থেকে বাস দুটি ছিটকে পড়ে। একটি পড়ে যায় পাশের খাদে, অপরটি পাশের কৃষিজমিতে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাস দুটি মহাসড়কের দুই পাশে ছিটকে পড়ে আছে। এ সময় মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

এদিকে খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধারকাজে যোগ দেয় পটিয়া ফায়ার সার্ভিস, ক্রসিং হাইওয়ে পুলিশের উদ্ধারকারী টিম। 

অপরদিকে দুর্ঘটনায় গুরুতর আহতদের আশঙ্কাজনক অবস্থায় পটিয়া ফায়ার সার্ভিসের অ্যাম্বুল্যান্সে করে এবং স্থানীয়রা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। এ ঘটনায় আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন আসিকা (২৫), তিনি চমেক হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন, ফোরকান উদ্দিন (২৭), পিতা- মো. হোসেন, ২ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি আছেন। মোহাম্মদ আরিফ (২২), ২ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি আছেন। এনামুল হক (২৭), ২ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি আছেন। ৩ বছরের শিশু ইকামনি, পিতা- এনামুল হক, ৮৪ নম্বর শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আবুল কালাম (৫২), তিনি ২ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি আছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে