চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে ক্যাপ দেয়া হবে না- এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমাবর্তনে অংশ নিতে আবেদন করা শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ে এ সমাবর্তন হতে যাচ্ছে রোববার। ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের এবং ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পিএইচডি, এমফিল, এমএস, চিকিৎসা বিজ্ঞান, নার্সিং ও সাধারণ ডিগ্রিধারীদের সনদ ও চ্যান্সেলর পদক দেয়া হবে।
এবার সমাবর্তনে অংশ নেয়ার জন্য আবেদন করেছেন ৭ হাজার ৪৯০ জন, যা আগের তিনটি সমাবর্তনের চেয়ে কয়েকগুণ বেশি।
এবার চ্যান্সেলর পদক পাবেন ৯জন। ২৫ জন পাবেন পিএইচডি ও ১৩ জন এমফিল ডিগ্রি নেবেন। অন্যরা সাধারণ গ্র্যাজুয়েট।
সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ, উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন ও বিভিন্ন অনুষদের ডিনরা গাউনের সঙ্গে ক্যাপ পরে সমাবর্তনে অংশ নেবেন।
সমাবর্তনে অংশ নিতে আবেদন করা গ্র্যাজুয়েটদের গাউন বিতরণ শুরু হয়েছে বুধবার থেকে। সমাবর্তনের দিন সকাল পর্যন্ত সংগ্রহ করা যাবে। তবে গাউনের সঙ্গে আবেদনকারীদের দেয়া হচ্ছে না ‘সমাবর্তন ক্যাপ’।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাপ না দেয়ায় ক্ষোভ থাকলেও কর্তৃপক্ষের দাবি, দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে সাধারণ গ্র্যাজুয়েটদের ‘সমাবর্তন ক্যাপ’ দেয়া হয় না।
সাধারণ গ্র্যাজুয়েটদের সমাবর্তন ক্যাপ সরবরাহ না করায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে শিক্ষার্থীদের।
অনেকে সমাবর্তন ছবি থেকে ক্যাপের ছবি রিমুভ করা হোক বলে ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন।
এদিকে দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ক্যাপ সরবরাহ করা হয় না চবি রেজিস্ট্রার কামরুল হুদা এ দাবি করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের সাধারণ গ্র্যাজুয়েটদের গাউনের সঙ্গে ক্যাপ সরবরাহ করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ গ্র্যাজুয়েটদের গাউনের সাথে ক্যাপও সরবরাহ করা হয়। গাউনটি ফেরত নেয়া হলেও ক্যাপটি ফেরত নেয়া না।
২৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম