চট্টগ্রাম : দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম ও সাংসদ মেহজাবীন মোরশেদ দম্পতির ছেলের বিয়েতে যোগ দিতে চট্টগ্রামে এসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও তার স্ত্রী রওশন এরশাদ।
শুক্রবার সকাল ও বিকালে পৃথক বিমানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
আলাদা ফ্লাইটে এলেও দলীয় প্রধান এরশাদ ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন দুজনকেই বিমানবন্দরে স্বাগত জানান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, যাকে সম্প্রতি দলের মহাসচিব পদ থেকে সরিয়েছেন এরশাদ।
বাবলু চট্টগ্রাম নগরীর কোতোয়ালি আসনের সাংসদ।দলে রওশনপন্থি হিসেবে পরিচিতি রয়েছে তার।এরশাদ ও রওশনকে বিমানবন্দর থেকে নগরীর পাঁচতারকা র্যাডিসন ব্লু হোটেলে নিয়ে আসেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম এবং নগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব।
রাতে এই হোটেলেই মুরাদ ও মেহজাবীন দম্পতির ছেলে সামির সিকান্দরের বিয়ের অনুষ্ঠান হয়।
মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেন, ‘দুই জনই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। এখন আমি অনুষ্ঠানে, এর বেশি কিছু বলতে পারছি না।’
একই হোটেলে উঠলেও এরশাদ-রওশন পাশাপাশি কক্ষে অবস্থান করেন বলে দলের নেতা মোহাম্মদ ইয়াকুব জানান।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপ তাজুল ইসলাম ও জিয়াউদ্দিন বাবলুও অনুষ্ঠানে যোগ দেন।
৩০ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ