শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ১১:০৫:২৭

কাঁদলেন, কাঁদালেন প্রধানমন্ত্রী

কাঁদলেন, কাঁদালেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম : আজ বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৯ম টাইগার্স পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সেখানে তার হাতে তুলে দেয়া হয় দুই ভাই শেখ কামাল ও শেখ জামালের সেনাবাহিনীতে যোগদানের দু’টি স্মারক।  

চট্টগ্রাম সেনানিবাসে ইবিআর সেন্টারে ইবিআর কমান্ডার্স সম্মেলনে সিনিয়র ও জুনিয়র টাইগার্স কমান্ডারদের কাছ থেকে স্মারক দু’টি গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

স্মারকগুলো গ্রহণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।  প্রধানমন্ত্রীর দু’চোখ বেয়ে পানি পড়ছিল।  কিছু সময় নীরব থেকে নিজের চোখের চশমা খুলে চোখের পানি মুছেন তিনি।  এমন দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন অনুষ্ঠানে উপস্থিত সেনা কর্মকর্তারাসহ অন্যরাও।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে শহীদ হন তার দুই ছেলে শেখ কামাল ও শেখ জামাল।  এর মধ্যে ১৯৭১ সালে ৯ অক্টোবর প্রথম বাংলাদেশ ওয়ার কোর্সে যোগদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল।

এরপর ১৯৭৫ সালের ২৫ জুলাই ইবিআরএ জুনিয়র অফিসার হিসেবে কমিশন লাভ করেন শেখ জামাল।
৩০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে