বৃহস্পতিবার, ০৬ জুলাই, ২০২৩, ০৫:০৭:১৫

হোটেলে অসামাজিক কাজে লিপ্ত ১৯ যুবক-যুবতী আটক

হোটেলে অসামাজিক কাজে লিপ্ত ১৯ যুবক-যুবতী আটক

এমটিনিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর স্টেশন রোড ও কোতোয়ালী মোড়ের দুটি হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত ১৯ যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ জুলাই) রাত ৯টার দিকে স্টেশন রোড এলাকার হোটেল হিলটাউন (আবাসিক) থেকে ছয় যুবক ও চার যুবতীকে এবং রাত ১টার দিকে কোতোয়ালী মোড় সংলগ্ন রঙ্গম সিনেমা হল এলাকার হোটেল সম্রাট থেকে পাঁচ যুবক ও চার যুবতীকে আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, অসামাজিক কার্যকলাপের খবর পেয়ে হোটেল হিলটাউন ও হোটেল সম্রাটে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে