সীতাকুণ্ড : সীতাকুণ্ডে বৈদ্যুতিক শকে আহত হওয়া একটি বানরকে চিকিৎসার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু বানরটিকে হাসপাতালে ভর্তি করান।
গত শনিবার বানরটি আহত হয়। এরপর খাবারের সন্ধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে বানরটির শরীরের ক্ষত কর্তৃপক্ষের নজরে আসে। পরদিন রোববার এবং সোমবারও যথারীতি স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয় বানরটি। সর্বশেষ বানরটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিভাসু হাসপাতালের প্রফেসর ডা. রায়হান ফারুক বলেন, সীতাকুণ্ড থেকে আহত একটি বানরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাণীটির শরীরের একাধিকস্থানে ক্ষত রয়েছে।
সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাহামিনা আরজু জানান, খবর পেয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের দুই কর্মী গিয়ে বানরটিকে আটক করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আনেন।
এরপর স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া ব্যান্ডেজ খুলে দেখা যায়, ক্ষত এত বেশি, প্রাথমিক চিকিৎসায় বানরটিকে সুস্থ করে তোলা সম্ভব নয়। পরে সিভাসু হাসপাতালে ভর্তি করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।
গত শনিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় প্রথমবারের মতো অসুস্থ বানরটিকে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আহত হওয়া বানরটি ওই সময় যন্ত্রণায় কাতর ছিল।
বৈদ্যুতিক শকে প্রাণীটির শরীরের পেছনের অংশে গভীর ক্ষত হয়ে যায়। সেদিন তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরদিন রোববারও বানরটি যথারীতি হাসপাতালে হাজির হয়। পরে বিকাল ৫টার দিকে বানরটিকে ড্রেসিং করে দেওয়া হয়।
সোমবার সকাল ৯টার দিকে তৃতীয় দিনের মতো সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যায় আহত বানর।