নিউজ ডেস্ক : একটি বাজারে মধ্যরাতে সিগারেটের আগুনে পুড়ে মারা গেছে ৫২টি ছাগল। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান গেছে। পুড়ে যাওয়া ছাগলগুলো দুই ব্যবসায়ীর হওয়ায় এখন তাদের মাথায় হাত।
বৃহস্পতিবার চট্টগ্রামে ডাবলমুরিংয়ে পোস্তার পাড় এলাকায় ছাগলের বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রাজ্জাক জানান।
তিনি বলেন, বাজারের ভেতরে দেওয়ানহাট রেললাইনের পূর্ব পাশে দুটি কাঁচাঘরে ছাগলগুলো রাখা হয়েছিল।
বিড়ি কিংবা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে জানিয়ে আবদুর রজ্জাক বলেন, ঘরগুলোর পাশে কাগজের স্তুপ ছিল। মনে হচ্ছে কাগজের স্তুপে শুরুতে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে।
এই বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা ছাগল এনে ওই ঘরগুলোতে রাখেন। পরে নগরীর বিভিন্ন হাটের ব্যবসায়ী ও কসাইরা এখান থেকে ছাগল কিনে নেন।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস