শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ০৮:১১:০৮

হেলে পড়েছে ৪ তলা ভবন! জানুন বিস্তারিত

হেলে পড়েছে ৪ তলা ভবন! জানুন বিস্তারিত

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামে নগরীর বায়েজিদ রৌফাবাদে এলাকায় একটি চার তলা ভবন হেলে পড়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে খোরশেদ ম্যানসন নামের ভবনটি হেলে পার্শ্ববর্তী একটি পাঁচতলা ভবনের সঙ্গে গিয়ে ঠেকেছে। 

চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানার এসআই কাজী তানভীরুল আজিম বলেন, খোরশেদ ম্যানসন নামে চারতলা ভবনটি হেলে পড়ে পার্শ্ববর্তী একটি পাঁচতলা বিশিষ্ট ভবনের সঙ্গে ঠেকেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

 তিনি আরো বলেন, খবর শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সদস্য ও আমরা এসে কাজ শুরু করেছি। ভবনটির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া আশেপাশের লোকজন নিরাপদে সরিয়ে দিয়েছি। 

হেলে পড়া ভবনটির পাশে নালা খননের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, এ কারণে ভবনটি হেলে পড়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে