এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া তূর্ণা নিশীথার এক যাত্রী অভিনব কায়দায় বোকা বানিয়েছে ছিনতাইকারীকে।
ট্রেনের জানালা দিয়ে মোবাইলের ডামি দিয়ে ভিডিও ধারণের ভান করেন ওই যাত্রী। কিছু সময় পর হঠাৎ জানাল দিয়ে তার মোবাইলের ডামি ছোঁ মেরে নিয়ে যায় ছিনতাইকারী। এই ঘটনার ভিডিও ধারণ করেন তারই এক বন্ধু।
এই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পডলে নেটিজেনরা প্রতিক্রিয়া দেখায়।
সোমবার (২৭নভেম্বর) রাত ১১টা ১০মিনিটে তূর্ণা নিশীথা এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ব্রাক্ষণবাড়িয়ার যাত্রী মাহমুদ হাসান রাহাত এভাবেই ছিনতাইকারীকে বোকা বানান।
রিফাত জানান, তিনি সরাইলের বাসিন্দা। কম্পিউটার সায়েন্স থেকে পড়ালেখা শেষ করেছেন। তিনি চট্টগ্রাম ঘুরতে আসেন। এর আগের বছরও একইভাবে মোবাইল হারিয়েছিলেন রিফাত। এজন্য ছিনতাইকারী বোকা বানাতে এবার তিনি এই ফন্দি আঁটেন।
ভিডিও দৃশ্যে দেখা গেছে, ট্রেন ছাড়ার পর একটি মোবাইলের কাভারে কেসিং লাগিয়ে ট্রেনের জানালা দিয়ে ভিডিও করছিলেন রিফাত। কিছুটা ধীরগতিতে চলছিল ট্রেন। এর কিছু সময় পর হঠাৎ জানালা দিয়ে মোবাইলের ডামিটি ছোঁ মেরে নিয়ে যায় ছিনতাইকারী।
চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিআই আমান উল্লাহ আমান বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। প্লার্টফমের বাইরে, অন্ধকার জায়গার ঘটনা এটি। ওই জায়গায় আমাদের কোনো টিম ডিউটি করে না।’