চট্টগ্রাম : সভাপতিসহ গৃুরুত্বপূর্ণ ১০ পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াত প্রার্থীরা। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ জয়ী হয়েছে ৭টিতে। তবে তাতে গুরুত্বপূর্ণ কোন পদ নেই। এছাড়া সাধারণ সম্পাদকসহ দু’টি পদে জয় পেয়েছে বামপন্থীরা।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। বামপর্ন্থীদের আলাদা প্যানেল ছিল সমমনা আইনজীবী সংসদ নামে।
চট্টগ্রাম আইনজীবী সমিতি কর্তৃক মনোনীত প্রধান নির্বাচন কমিশনারও ও জেলা পিপি অ্যাডভোকেট আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ ফলাফল ঘোষণা করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মো. কফিল উদ্দিন চৌধুরি ১ হাজার ২৭৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের প্রার্থী রতন কুমার রায় পেয়েছেন ৯০৭ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে সমমনার এস এম জাহেদ বীরু ১ হাজার ২০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মোহাম্মদ আবু হানিফ পেয়েছেন ৮১৬ ভোট।
জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সমন্বয় পরিষদের মুজিবুর রহমান চৌধুরী। ঐক্য পরিষদের শেখ মোহাম্মদ ছাবেদুর রহমান পেয়েছেন ৮৬৪ ভোট ও সমমনার মোহাম্মদ আলী পেয়েছেন ৯০৫ ভোট। সহ-সভাপতি পদে ১ হাজার ৪৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঐক্য পরিষদের এইচ এস আবুল হাসান। প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের আলী আশরাফ চৌধুরী পেয়েছেন ৯৮৪ ভোট ও সমমনার একেএম রুহুল আমিনের ভোট ২৭৫।
সহ সাধারণ সম্পাদক পদে সমমনার মোহাম্মদ রাসেল বিজয়ী হয়েছেন ৯৬০ ভোট নিয়ে, সমন্বয় পরিষদের মোহাম্মদ ইয়াছিন খোকন পেয়েছেন ৯১৩ ভোট। ঐক্য পরিষদের মোহাম্মদ হাসান আলী চৌধুরীর পেয়েছেন ৯১৭ ভোট।
অর্থ সম্পাদক পদে ১ হাজার ৬৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঐক্য পরিষদের মোহাম্মদ সাইফুদ্দিন। তার নিকটতম প্রার্থী সমন্বয় পরিষদের শাহেদুল আজম শাকিলের ভোট ১ হাজার ৭৪। পাঠাগার সম্পাদক পদে বিজয়ী ঐক্য পরিষদের ফজলুল বারীর ভোট ১ হাজার ২২৪। সমন্বয় পরিষদের মোহাম্মদ ইকবাল হোসেন পেয়েছেন ৯১৬ ভোট। সমমনার হামিদ আল চৌধুরী পেয়েছেন ৬০২ ভোট।
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী সমন্বয়ের দুলাল চন্দ্র দেবনাথ পেয়েছেন ১ হাজার ৩৫ ভোট। ঐক্য পরিষদের হাসনা হেনার ৯৬২ ভোট ও সমমনার মোহাম্মদ তাজউদ্দিন পেয়েছেন ৭৫৩ ভোট। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ঐক্য পরিষদের মোহাম্মদ রায়হান সালেহীন ১ হাজার ২৭০ ভোট পেয়ে, সমন্বয় পরিষদের মোহাম্মদ ফয়েজ উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ২৪৫ ভোট ও সমমনার ফোরকান চৌধুরী পেয়েছেন ২২৩ ভোট।
এছাড়া নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন সমন্বয় পরিষদের আজহারুল হক, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান, রুবেল কুমার দেব অপু ও শুভাশীষ শর্মা। ঐক্য পরিষদ থেকে নির্বাহী সদস্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন মিনহাজ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান, মো. নাসির উদ্দিন আহম্মদ খান, রাশেদুল ইসলাম চৌধুরী ও শফিকুল আলম লিটন।
এর আগে বুধবার আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল ৯টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯টি পদে তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন প্রার্থী। মোট ভোটারসংখ্যা ৩ হাজার ৪৫০ জন। এবার ভোট পরেছেন মোট ২ হাজার ৮২৮টি।
১১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস