রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:২৫:৩৩

ভালোবাসা দিবসে পুলিশের হাতে লাল গোলাপ

ভালোবাসা দিবসে পুলিশের হাতে লাল গোলাপ

চট্টগ্রাম : চট্টগ্রামে ব্যতিক্রমী ভালোবাসা দিবস পালন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৬ থানার কর্মকর্তারা।  পথচারী ও থানায় আসা বিচার প্রার্থীদের ফুল দিয়ে বরণ করেন তারা।

সকাল থেকে নগরীর পথেঘাটে যানবাহন তল্লাশির জন্য গাড়ি থামিয়ে প্রথমে গাড়িতে থাকা যাত্রী ও চালক-হেলপারদের লাল টুকটুকে গোলাপ উপহার দেন পুলিশ সদস্যরা।  

পুলিশ সদস্যদের ব্যতিক্রমী এ আচরণে প্রথমে কিছুটা বিস্মিত হয়ে পড়েন তারা।  পুলিশ সদস্যরা তাদের হাতে ফুল তুলে দিয়ে ‘শুভ ভালোবাসা দিবস’ বলে শুভেচ্ছা জানান।  

পাশাপাশি গাড়ি চালানোর নিয়ম-কানুম মেনে চলারও তাগাদা দেন।  থানায় আসা মানুষদের অভ্যর্থনা জানিয়ে প্রত্যেকের হাতে ফুল তুলে দেন পুলিশ কর্মকর্তারা।  পুলিশের এ ব্যতিক্রম ব্যবহারে দারুণ খুশি সাধারণ মানুষ।

সিএমপি সূত্রে জানা গেছে, পুলিশ কমিশনার মোহা. আব্দুল জলিল মন্ডলের নির্দেশে নগরীর ১৬ থানায় এবং সব চেকপোস্টে পুলিশ প্রথমবারের মত ব্যতিক্রমধর্মী এ কর্মসূচি পালন করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে পুলিশ কমিশনার নিজেই পথচারীদের মধ্যে গোলাপফুল বিতরণ করছেন- এ ছবি আপলোড দিয়ে লেখা হয়েছে, ‘ঘৃনা নয় ভালোবাসা’।  এ বার্তা নিয়ে বিশ্ব ভালোবাসা দিবসে নগরবাসীর মধ্যে ফুল উপহার দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।  বিশ্ব ভালোবাসা দিবসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল জলিল মন্ডল, বিপিএমের নেতৃত্বে এ ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, এ কর্মসূচির মধ্যদিয়ে ভালোবাসা দিবসের আনন্দটা আমরা উপভোগ করছি। সাধারণ মানুষ আমাদের এ কাজে খুশি।  আমরা চাই, মানুষ পুলিশের কাছে আসুক।  দু একজনের কর্মের কারণে পুলিশ সম্পর্কে মানুষের খারাপ ধারণা কেটে যাক।  জনগণ-পুলিশ একসঙ্গে কাজ করলে সমাজে অপরাধ আর অপরাধীর সংখ্যা কমে যাবে।

গাড়িচালকদের অনেকেই বলেন, প্রতিদিন যদি এমন হতো- আমরা গাড়ি চালিয়ে একটু শান্তি পেতাম।  সত্যিই দেশটা আরো সুন্দর হতো।  পুলিশের আজকের সেবা আমাদের বিমোহিত করেছে।
১৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে