চট্টগ্রাম : হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, দেশে বিদ্যুৎ, গ্যাসসহ না সঙ্কট রয়েছে। এ থেকে জনগণ পরিত্রাণ চায়। দেশে মাজারের নামে ওরস করে বড় গুনাহে লিপ্ত হচ্ছে মুসলমানরা।
তিনি বলেন, মুসলিমদের ওরসে যাওয়া যাবে না এবং ওরসের নামে মাংস খাওয়া যেতে পারে না। দেশে নতুন নতুন ফেরকা সৃষ্টি হচ্ছে। তবে সবচেয়ে বড় ফেরকা কাদিয়ানী।
আজ শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার বার্ষিক মাহফিল উপলক্ষে মহাসম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদিনব্যাপী এ সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতের নায়েব আমির ও মাদরাসার মহাপরিচালক শাহ মহিবুল্লাহ বাবুনগরী, হাফেজ হাবিব উল্লাহ ও মাওলানা আয়ুব।
সম্মেলনে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়েজ উল্লাহ বলেন, সন্ত্রাসী বা সঙ্গীদের সাথে আলেম ওলামাদের কোনো সম্পর্ক নেই। নাস্তিক মুরতাদরাই মূলত জঙ্গীবাদের সৃষ্টিকারী। জঙ্গীবাদের প্রবক্তা বর্তমান সরকারের তথ্যমন্ত্রী। ইনুরাই দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে ইসলামী শিক্ষার কেন্দ্রগুলোকে ধ্বংস করতে চায়।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জোনায়েদ বাবুনগরী, মাওলানা ইউনুস সাহেব, মাওলানা মঞ্জুরুল ইসলাম নোমানী, মুফতি নজুরুল ইসলাম, মাওলানা সৈয়দুল আলম আরমানী, মুফতি সাখাওয়াত হোসাইন, মুফতি মাহমুদ হাসান বাবুনগরী, মুফতি রহিম উল্লাহ, প্রমুখ।
সম্মেলন সঞ্চালনায় ছিলেন মুফতি মুহাম্মদ ইকবাল, আবু মাকনুন মোহাম্মদ বাবুনগরী ও মুফতি হাবিবুল্লাহ।
১৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম