চট্টগ্রাম : নিজের জীবন দিয়ে এক বছরের শিশুপুত্রকে আগুন থেকে বাঁচালেন তারই মা। শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজা নগরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত শিশুপুত্র হাসপাতালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ রাজা নগরের খোন্দকার পাড়ায় বিকেল ৫টায় সফিউল আলমের বসত ঘরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে তার শিশুপুত্র রোহান আগুনের কবলে পড়ে।
ছেলেকে উদ্ধার করতে মা শাহিন আকতার (৩০) ঘরের ভিতর ঢুকে পড়েন এবং তৎক্ষণাৎ শিশুটিকে ঘরের বাইরে ছুড়ে দেন। এতে শিশুপুত্র আগুন থেকে রক্ষা পেলেও দগ্ধ হয়ে মারা যান মা শাহিন আকতার।
পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আর আগেই আগুনের লেলিহান শিখায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের টিম লিডার নারায়ণ চক্রবর্তী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, শাহিন আকতার নামে আগুনে পুড়ে এক নারী মারা গেছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম