শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩৯:৩৯

৪ আসামি আগুন দেওয়ার কথা স্বীকার করেছে

৪ আসামি আগুন দেওয়ার কথা স্বীকার করেছে

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের বান্দরবানের লামার ৫নং সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব বেতছড়া টঙ্গাঝিরি পাড়ায় আগুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তারকৃত চার আসামি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।  

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) লামা থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তাররা হলেন- স্টিফেন ত্রিপুরা, মসৈনিয়া ত্রিপুরা , জোয়াকিম ত্রিপুরা  ও ইব্রাহীম । তারা সবাই বান্দরবানের লামার ৫নং সরই ইউনিয়নের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার আসামিরাসহ অন্যরা মামলার বাদী গুঙ্গামনি ত্রিপুরা ও ভুক্তভোগীদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

সেই চাঁদা না পাওয়ায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাদীসহ অন্যরা বাড়িতে না থাকার সুযোগে আসামিরা রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে যেকোনো সময় ঘটনাস্থলে থাকা মাচাং ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় ১৬টি মাচাং ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়।এতে আনুমানিক চার লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। ”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে