বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ১১:১১:৪০

মোবাইল রেখে গরু নিয়ে পালিয়ে গেল চোর!

মোবাইল রেখে গরু নিয়ে পালিয়ে গেল চোর!

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সি পাড়ার কৃষক রফিক আহমদের গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাতে এ চুরির ঘটনা ঘটে। 

সোমবার গরুর মালিক সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন তার প্রায় দেড় লাখ টাকা দামের গরু দুটি নেই। তবে এ সময় তিনি সেখানে একটি মোবাইল খুঁজে পান। এতে ধারণা করছেন তিনি, গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ভুলে মোবাইলটি ফেলে গেছে চোরের দল। ঘটনাটি অদ্ভুত হলেও সত্য।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে গরুর মালিক কৃষক রফিক আহমদ বলেন, প্রতিদিনের মতো খাবার খাইয়ে ঘরের পাশের গোয়াল ঘরে গরু দুটি রেখে শিকল দিয়ে তালাবদ্ধ করি। সকালে উঠে দেখি গোয়াল ঘরের শিকল ও তালা কাটা। দ্রুত ভেতরে ঢুকে দেখি গরু দুটি নেই। তবে সেখানে একটি মোবাইল ফোন পাওয়া যায়।

তিনি বলেন, আমার ধারণা, রাতের কোনো এক সময় শিকল ও তালা কেটে গরু দুটি নিয়ে যায় চোরের দল। এ সময় ভুলে মোবাইল ফোনটি ফেলে গেছে তারা। পরে অভিযোগ নিয়ে থানা যাই এবং তা আমলে নিয়ে পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ দিপদাশ রায়কে দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে দিপদাশ রায় বলেন, গরু চোর দুটি গরু চুরি করে নিলেও তাদের একটি মোবাইল ফোন গোয়াল ঘরে ফেলে গেছে চোরেরা। এখন এই মোবাইলের সূত্র ধরে চোর শনাক্তকরণের চেষ্টা চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে