এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া বেগম (৭৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে নামাজ পড়ার জন্য ওজু করতে নিজ বসতঘরের মোটরে সুইচ দিতে গিয়ে আছিয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
বুধবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
আছিয়া বেগম উপজেলার সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মিনজিরিতলা আশিঘর পাড়া এলাকার মৃত মনির আহমদের স্ত্রী।
পরিবারের সদস্যরা দ্রুত গুরুতর আহত অবস্থায় আছিয়া বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সরল ইউনিয়নে রাতে নামাজ আদায় করার জন্য মোটরে সুইচ দিতে গিয়ে আছিয়া বেগম নামের এক বয়স্ক নারী বিদ্যুতায়িত হয়ে ওই নারী মারা যান। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।