বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ০২:০০:২৭

কোচিংয়ে যাওয়ার পথে বাসচাপায় ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু

 কোচিংয়ে যাওয়ার পথে বাসচাপায় ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামে কোচিংয়ে যাওয়ার পথে বাসচাপায় ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: ওয়াকার উদ্দীন আদিল (১২), তার বড় বোন উম্মে হাবিবা রিজভী (১৫)। তারা দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও জামিজুরি এলাকার জসিম উদ্দিনের সন্তান। অটোরিকশাচালক রুহুল আমিন (৪৫)।

জানা যায়, চট্টগ্রামগামী পূরবী বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ এলাকায় যাচ্ছিল। অন্যদিকে একটি অটোরিকশা শিক্ষার্থীদের নিয়ে কোচিংয়ে যাচ্ছিল। পথে দোহাজারী পৌরসভা রেলস্টেশন রোডের প্রবেশমুখে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে আসা ওই অটোরিকশাটিকে চাপা দেয়।

এ সময় অটোরিকশার চার যাত্রীর মধ্যে ভাই-বোন ও অটোরিকশা চালক নিহত  এবং কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হন।

আহত ওই শিক্ষার্থীকে প্রথমে দোহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছেন।

এ দিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাখেন। তাদের অভিযোগ, সড়কপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনা বারবার ঘটছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে