মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ০৬:১৮:০২

ঈদের দিন নতুন শাড়ি পরাই কাল হলো গৃহবধূর

ঈদের দিন নতুন শাড়ি পরাই কাল হলো গৃহবধূর

এমটিনিউজ২৪ ডেস্ক : ঈদের দিন নতুন শাড়ি পরাই কাল হলো এক গৃহবধূ। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঈদের দিন নতুন শাড়ি পরে রান্না করার সময় আগুন লেগে উর্মি আক্তার (২৫) নামের ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত ১০টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে আগুনে দগ্ধ হন তিনি।

জানা যায়, নিহত গৃহবধূ হাইলধর ইউনিয়নের ১নং খাসখামা ওয়ার্ডের দেয়াঙ আলী চৌধুরীর বাড়ির রাজমিস্ত্রি বাঁচা মিয়ার স্ত্রী এবং চাতরী ইউনিয়নের ডুমুরিয়া রূদুরা গ্রামের মো. সেলিমের মেয়ে। গত বছর-দেড়েক আগেই বিয়ে হয় তাদের। দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান নাই।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, ঈদের দিন নতুন শাড়ি পরে রান্না করার সময় আগুন লেগে উর্মি আক্তার। হঠাৎ শাড়িতে আগুন লেগে তিনি দগ্ধ হন। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করে। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ বাপের বাড়ি ডুমুরিয়ায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে