বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ০১:১৩:৫৩

শ্রমিকলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

শ্রমিকলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় নগরের গোসাইলডাঙ্গায় নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় দায়ের করা এক মামলায় চসিকের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমকে তার বাসার সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা সেটা দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হবে।

 প্রসঙ্গত, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর পদ শূন্য ঘোষণা করা হলে উপ-নির্বাচনে মহানগর শ্রমিকলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচিত হন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে