বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১১:১১:৩৬

ব্রেকিং নিউজ: প্রকাশ্যে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ব্রেকিং নিউজ: প্রকাশ্যে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মুসলিম উদ্দিন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী এলাকার একটি কারখানা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মুসলিম উদ্দিন মুরাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম জসিম।

জানা যায়, গুপ্তাখালী গ্রামের বেড়িবাঁধ এলাকায় একটি কারখানায় ছিলেন মুসলিম উদ্দিন। বিকেল সাড়ে পাঁচটার দিকে কারখানা থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। তখন আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা মুসলিম উদ্দিনকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে বলে তিনি জানতে পেরেছেন। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে