শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫, ১০:১৮:১৬

সেতু ভেঙে দুই ভাগ!

সেতু ভেঙে দুই ভাগ!

এমটিনিউজ২৪ ডেস্ক : টানা বর্ষণে চট্টগ্রাম শহর একপ্রকার জলমগ্ন হয়ে পড়েছে। নগরীর প্রায় সব নিচু এলাকা পানির নিচে চলে গেছে, ভবনের নিচতলা, দোকানপাট ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে সকাল থেকে টানা ভারি বৃষ্টিতে অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা দুর্ভোগে পড়েন। 

সড়কে জমে থাকা পানি পেরিয়ে হেঁটে কর্মস্থলে যেতে হয় অনেককে। বৃষ্টির সঙ্গে যুক্ত হয়েছে সড়কের ছোট-বড় গর্ত, যার কারণে যানবাহনের গতি ব্যাহত হয়, এবং একাধিক দুর্ঘটনাও ঘটে। পরিস্থিতির আরও অবনতি ঘটে তখন, যখন ভোরে ধসে পড়ে একটি পুরোনো কালভার্ট।

সকাল ৬টার দিকে অক্সিজেন এলাকার স্টারশিপ গলিসংলগ্ন শীতল ঝরনা খালের ওপর নির্মিত একটি সেতু দুই ভাগ হয়ে পড়ে। ওই সেতু দিয়েই নগরীর ২ নম্বর গেট থেকে অক্সিজেন পর্যন্ত মানুষ যাতায়াত করে থাকে। 

এটি বায়েজিদ বোস্তামী সড়কের মতো ব্যস্ততম রুটের অংশ। ভাঙনের ফলে সড়কের একপাশ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, আর অন্য পাশ দিয়ে সীমিত আকারে যানবাহন চলাচল করতে শুরু করে। আশঙ্কাজনকভাবে ওই পাশটিও এখন ঝুঁকিপূর্ণ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে