এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের দেওয়ানহাট মোড়ের ফুটপাতে প্রসব যন্ত্রণায় ছটফট করা এক ভারসাম্যহীন নারীকে হাসপাতালে পাঠিয়েছেন সিএমপির ট্রাফিক বিভাগের দুই সার্জেন্ট।
শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানহাট মোড়ে এক ভারসাম্যহীন নারী প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। অনেক পথচারী দেখলেও কেউ তার সাহায্যে এগিয়ে আসেননি। এমন সময় কর্তব্যরত সিএমপির পশ্চিম ট্রাফিক বিভাগের সার্জেন্ট আব্দুল্লাহ আলমুজাহিদ জনি ও সার্জেন্ট জাহিদ এগিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানদার জানান, পুলিশ না থাকলে হয়তো মা ও শিশুর অবস্থা খারাপ হয়ে যেত ।
স্থানীয়রা ট্রাফিক পুলিশের এই মানবিক পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ। তাদের মতে, দায়িত্ববোধ ও সহমর্মিতার এমন উদাহরণ সমাজে অন্যদেরও অনুপ্রাণিত করবে।
সার্জেন্ট আব্দুল্লাহ আলমুজাহিদ জনি জানান, আমরা দেওয়ানহাট মোড়ে ডিউটি করছিলাম। হঠাৎ দেখি, এক নারী চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেছেন। তখনই আমরা দ্রুত সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।
সার্জেন্ট জাহিদুর রহমান বলেন, আমাদের কাজ শুধু যানবাহন নিয়ন্ত্রণ নয়, মানুষের সেবায় এগিয়ে আসা। এমন পরিস্থিতিতে মা ও নবজাতকের জীবন রক্ষা করাই ছিল আমাদের প্রথম লক্ষ্য।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারী নিরাপদে একটি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।