বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ১২:২৭:০৬

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

এম.এ.এইচ রাব্বী, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: লোহাগাড়ায় সিএনজি চালিত অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে পিকনিকের বাস চাপায় প্রাণ ৩জন নিহত এবং অপর ২জন আহত হয়েছে।আজ ২ মার্চ বুধবার বেলা ১২টায় উপজেলার থানা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার কলাউজান হিন্দুরহাটের মৃত ইসহাক মিয়ার স্ত্রী আরেফা বেগম (৫৫), নওগাঁ রাণীনগর বেলবোরিয়ার ও লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান অসীম দে’র স্ত্রী সুমিতা দে (২৭) ও কন্যা কুমারী শিমু রানী (৪)।আহতরা হলেন আধুনগর রূপবান পাড়া এলাকার আহমদছফার পুত্র মোটরসাইকেল চালক শফিকুর রহমান (৩৫) ও মছদিয়া এলাকার সিএনজি চালক রাজিব বড়ুয়া (২৪)।
আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কক্সবাজারমুখী এশিয়া লাইন পরিবহনের পিকনিকের বাস (ঢাকামেট্রো-ব-১১-০১৭৫) ঘটনাস্থলে পৌঁছলে শাহপীর রোড থেকে অতর্কিতভাবে আসা সিএনজি অটোরিক্সাকে (চট্টগ্রাম থ- ১১-০৪৫০) সাইড দিতে গিয়ে রাস্তার পাশে দাঁড়ানো তিন পথচারীদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হয়। বাসের সাথে ধাক্কা খেয়ে রিক্সা, মোটরসাইকেলও সিএনজি অটোরিক্সাটি ধুমড়ে মুছড়ে যায়। মোটর সাইকেল ও সিএনজি অটোরিক্সার চালক গুরতরআহত। তবে সিএনজিতে কোন যাত্রী ছিল না।ঘটনার পর ঘাতক বাস চালক ও সহকারীরা পালিয়ে যায়।

দোহাজারী হাইওয়ে পুলিশ বাসটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।খবর পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান, লোহাগাড়া থানার ওসি (তদন্ত) মোঃ কেপায়েত উল্লাহ ও দোহাজারী হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভূমি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে