শনিবার, ০৫ মার্চ, ২০১৬, ১১:২১:৩৭

হে আল্লাহ, সবাইকে মাঠে নামার তওফিক দিন : আল্লামা শফী

হে আল্লাহ, সবাইকে মাঠে নামার তওফিক দিন : আল্লামা শফী

চট্টগ্রাম : দেশে শান্তির বিপরীতে বিরাজ করছে অশান্তি।  এ অবস্থার আশু পরিবর্তন দরকার বলে মনে করেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ আহমদ শফী।  তিনি বলেছেন, দেশের প্রতিটি ঈমানী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার ভূমিকা অনস্বীকার্য।

তিনি দুঃখের সাথে বলেন, আজ এ জেলাতে মসজিদ, মাদরাসার ওপর হামলা হচ্ছে, মাদরাসা ছাত্র মাসুদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।  প্রকৃত দোষীদের আড়াল করে ওলামায়ে কেরামকে মামলার জালে ফাঁসানোর পাঁয়তারা চলছে।  আমরা শান্তি চাই। প্রকৃত দোষীদের বিচার চাই।

শনিবার সকালে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার আসন্ন নির্বাচনে ইসলামী দলসমূহ সমর্থিত ও ইসলামী ঐক্যজোট মনোনীত মেয়র প্রার্থী মাওলানা মোহাম্মদ ইউসুফ ভূঁইয়া দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।

হেফাজতের আমীর বলেন, ওলামায়ে কেরাম শান্তির প্রতীক।  সমাজে শান্তি ফিরিয়ে আনতে ওলামায়ে কেরামকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

আল্লামা শফী বলেন, আমি আনন্দিত যে, ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ ওলামা মাশায়েখ, ইসলামী দলসমূহ একজন তরুণ আলেমকে পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী করেছে।  দলমত নির্বিশেষে ‘মিনার’ মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি করা সবার দায়িত্ব।  

তিনি বলেন, এ দায়িত্ব পালনে অবহেলা করলে পরবর্তীতে আমাদের চরম মাশুল দিতে হবে।  সবার কাছে আমার অনুরোধ, মেয়র প্রার্থী ইউসূফ ভূঁইয়াকে বিজয়ী করতে মাঠে নেমে কাজ করুন।  মহান আল্লাহ আমাদের বিজয় দান করবেন।  হে আল্লাহ, সবাইকে মাঠে নেমে কাজ করার তওফিক দান করুন।

এসময় তিনি মেয়র প্রার্থী মাওলানা মোহাম্মদ ইউসুফ ভূঁইয়ার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন।  

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আল্লামা শায়খ সাজিদুর রহমান, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও খেলাফতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানাত আমিনী, ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা মঈনুদ্দীন রুহী, আল্লামা আহমদ শফীর ব্যক্তিগত সহকারী মাওলানা শফীসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা।

আগামী ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ।
৫ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে