মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ০২:৫১:১০

প্রতিহত করা হবে: আল্লামা শফী

প্রতিহত করা হবে: আল্লামা শফী

চট্টগ্রাম অফিস : ‘রাষ্ট্রীয়ভাবে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা’র উদ্যোগ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী। এক বিবৃতিতে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার যে কোন উদ্যোগ মুসলমানগণ বুকের তাজা রক্ত দিয়ে হলেও প্রতিহত করবে, ইনশাআল্লাহ।’

বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ‘ইসলাম’ থাকবে কি থাকবে না তা নিয়ে ২৮ বছর আগের একটি রিট সচল করে হাইকোর্টে শুনানির উদ্যোগ নেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে সোমবার রাতে এই বিবৃতিটি দেয় হেফাজত।

আল্লামা শাহ আহমদ শফী বলেন, ‘ইসলামী আক্বিদা-বিশ্বাস ও মুসলিম চেতনাবোধের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে এদেশের উলামা-মাশায়েখের নেতৃত্বে কোটি কোটি মুসলমান চূড়ান্ত ত্যাগ স্বীকার করতে হলেও কখনও পিছপা হবে না।’

তিনি বলেন, ‘সংবিধানের প্রথম পরিচ্ছদের ২-ক অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করিবেন’।

আহমদ শফী বলেন, ‘এরপরও রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের প্রশ্ন তোলার মানেই হচ্ছে, সংবিধানিকভাবে এদেশে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা ছাড়া আর কিছু নয়।’
৮ মার্চ ২০‌১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে