চট্টগ্রাম : এবার ধরা খেল ‘সাইলেন্ট কিলার’। একজন নয় তিনজন। ওদের টাগের্ট সিএনজি। নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য সিএনজি ভাড়া করে ওরা। ভাড়া করা সিএনজি নির্জন স্থানে গেলেই কেল্লা ফতে। চালককে জিম্মি করে নিয়ে যায় সিএনজি টেক্সি। বাধা দিলে জানে শেষ।
পুলিশের ভাষায় তারা ‘সাইলেন্ট কিলার’। অবশেষে ‘সাইলেন্ট কিলার’ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিশ।
তারা হলেন ইকবাল হোসেন মপু, কামরুল হাসান এবং রুবেল প্রকাশ ফারহান। এসময় তাদের কাছ থেকে রশি, অজ্ঞান করার ওষুধ, ছুরি, কচটেপ এবং রুমাল উদ্ধার করা হয়।
সোমবার রাতে তাদের বায়েজিদ থানাধীন কুলগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, ‘সাইলেন্ট কিলার’-এর সদস্যরা টাগের্ট করা সিএনজি টেক্সি ভাড়া করে। পরে নির্জন এলাকায় নিয়ে চালককে জিম্মি কিংবা খুন করে সিএনজি টেক্সি নিয়ে পালিয়ে যায়।
তিনি জানান, সোমবার তারা একটি সিএনজি টেক্সি টার্গেট করে কুলগাঁও এলাকায় অবস্থান নেয়। কিন্তু পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে সিএনজি চুরির পরিকল্পনা নস্যাৎ করে দেয়।
৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম