বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ০৪:৪৩:৪৭

মুন্নি সাহা দত্তক নিলেন মহিউদ্দিন

মুন্নি সাহা দত্তক নিলেন মহিউদ্দিন

চট্টগ্রাম থেকে : এটিএন নিউজের বার্তা প্রধান মুন্নি সাহাকে দত্তক নিয়েছেন চট্টগ্রামের সাবেক মেয়র ও বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী। সোমবার মুন্নি সাহা চট্টগ্রাম নগরীর চশমাহিলের বাসভবনে মহিউদ্দিনের সঙ্গে দেখা করতে যান। এসময় মহিউদ্দিন চৌধুরী তাকে পালিত কন্যা হিসেবে দত্তক নেয়ার ঘোষণা দেন।
 
প্রয়াত মেয়ে ফৌজিয়া সুলতানা টুম্প‍কে হারানোর শোক ভুলতে মুন্নি সাহাকে দত্তক নেয়ার কথা বলেন মহিউদ্দিন। এ বিষয়ে এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, আমি মুন্নিকে দত্তক নিয়েছি। সে আমার পালিত কন্যা। আমি জীবিত থাকা পর্যন্ত পিতা হিসেবে মেয়ে মুন্নির সব দায়িত্ব পালন করে যাব।
 
মহিউদ্দিন বলেন, ‘ধনী, গরীব যে কেউ তো আমার আপনজন। সবাইকে আমি সন্তানের চোখে, আপনজনের মতোই দেখি। আমার দুই ছেলে, চার মেয়ে। এখন থেকে মুন্নি আমার আরেক মেয়ে।
 
মুন্নি সাহা বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরীকে আমি ২০ বছর ধরে চিনি। আমি তাঁকে শ্রদ্ধা করি, ভালবাসি। পিতার মতোই শ্রদ্ধা করি। এটা এমন না যে, কাগজে-কলমে, টাকাপয়সা দিয়ে তিনি আমাকে দত্তক নিয়েছেন। শুধুমাত্র ভালবাসা থেকেই উনি আমাকে পালিত কন্যা হিসেবে নেয়ার কথা বলেছেন। উনি বললেও উনি আমার পিতার মত, না বললেও পিতার মত। সুতরাং দত্তক নেয়া এখানে বড় কোন বিষয় নয়।
 
২০০৮ সালের ১৭ অক্টোবর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী টুম্পা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এক-এগারো পরবর্তী তত্তাবধায়ক সরকারের আমলে তখন মহিউদ্দিন ছিলেন কারাগারে। মেয়ের মৃত্যুর সময় পিতা হিসেবে তার শিয়রে থাকতে না পারার মানসিক যন্ত্রণার কথা জানান মহিউদ্দিন।

মুন্নি সাহা বলেন, টুম্পা মারা যাবার পর আমার হাত ধরলে তিনি নাকি টুম্পাকে দেখতে পান।  তিনি আমার হাত ধরে অনেক সময় কেঁদেছেন। আমি উনার বাসায় গিয়ে পিতার মতো উনাকে সান্ত্বনা দিয়েছি। আমার মাঝে উনি উনার হারানো মেয়েকে খুঁজে পেয়েছেন, এটা আমার বড় পাওয়া। আমিও সারাজীবন উনাকে পিতার মতোই শ্রদ্ধা করে যাব। যে যাই বলুক, উনাকে আমি শ্রদ্ধা করি, ভালবাসি।
১৬ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে