চট্টগ্রাম : অবাক কাণ্ড, সিএনজিচালককে ধাওয়া দিয়ে ধরলেন স্বয়ং চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দিন। কাজীর দেউড়ি এলাকার মঙ্গলবার দুপুর বেলার ব্যস্ত রাজপথ, পুলিশ প্রটৌকল নিয়ে একটি গাড়ির বহর ধাওয়া দিচ্ছিল একটি সিএনজি অটোরিকশাকে। স্বয়ং চট্টগ্রামের নগরপিতা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মেয়রের ব্যক্তিগত সহকারী (মিডিয়া) উজ্জল দত্ত বলেন, দুপুরে মেয়র মহোদয় কর্নেল হাটের একটি অনুষ্ঠান থেকে গাড়িবহর নিয়ে সিআরবি হয়ে আন্দরকিল্লা সিটি করপোরেশনে ফিরছিলেন।
তিনি বলেন, এসময় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন হল টুয়েন্টিফোরের সামনে একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে আরেকটি সিএনজি অটোরিকশা পালিয়ে যেতে উদ্যত হয়। এসময় গুরুতর আহত হন দুর্ঘটনা কবলিত অটোরিকশাচালক সাইফুল।
উজ্জল দত্ত বলেন, এ দৃশ্য মেয়র দেখা মাত্রই পলায়নরত সিএনজি অটোরিকশাচালককে ধরার নিদেশ দেন। এরপর মেয়রের প্রটৌকলে থাকা পুলিশের গাড়ি ওই সিএনজি অটোচালককে ধাওয়া করে। এসময় মেয়রের গাড়িটিও অটোরিকশাকে ধাওয়া করে।
তিনি বলেন, এরই মধ্যে অটোরিকশাটি স্টেডিয়াম, কাজির দেউড়ি, বিএনপি অফিস হয়ে নুর আহম্মদ সড়কের লাভলেইন চলে আসে। সেখানেই ধরা পড়েন পালিয়ে যাওয়া সিএনজি অটোরিকশা চালক মিলন।
কোতয়ালি থানা পুলিশ জানায়, মেয়র মহোদয় ধাওয়া দিয়ে এক অটোরিকশা চালককে ধরেন। পরে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার কাছে তাকে সোপর্দ করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
২২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম