চট্টগ্রাম : চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সর্তকতা সংকেত জারি করা হয়েছে। বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশে সঞ্চালনশীল মেঘমালা বজ্রমেঘ আকারে বিরাজ করছে। সাগর থেকে আসা মেঘযুক্ত বাতাসের কারণে চট্টগ্রামসহ দেশের কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ সতর্ক সংকেত জারি করে বলে জানিয়েছন চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজিব হোসাইন।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
০১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস