চট্টগ্রাম : এবার জাতীয় পরিচয়পত্র মিলছে জেলার বোয়ালখালী উপজেলার ভাঙারির দোকানে! এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সমাজের বিশিষ্ট নাগরিক ও এলাকাবাসী।
স্থানীয় সূত্রে গেছে, জাতীয় পরিচয়পত্র এখন পরিত্যক্ত অবস্থায় উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকার এক ভাঙারির দোকানে পাওয়া যাচ্ছে। এরই মধ্যে অনেকেই এসে ওই ভাঙারির দোকান থেকে তাদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছেন। স্থানীয় এক চেয়ারম্যান নিজ উদ্যোগে ওই ভাঙারির দোকান থেকে তার ইউনিয়নের কিছু জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে এলাবাসীর মধ্যে বিলিও করেছেন।
সূত্র জানায়, ওই ভাঙারির দোকানে পাওয়া জাতীয় পরিচয়পত্রগুলোর বেশির ভাগই গত ২০১৩ সালের ৯ অক্টোবর ইস্যুকৃত, যার অধিকাংশ পোপাদিয়া ইউনিয়নের। গুরুত্বপূর্ণ জাতীয় পরিচয়পত্রগুলো ভাঙারির দোকানে কীভাবে এলো তা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
ভাঙারি দোকানদার আলমগীর জানান, গত ২০-২৫ দিন আগে এক ভাঙারি বিক্রেতার কাছ থেকে কিছু পরিত্যক্ত মালামাল সংগ্রহ করি। ওই পরিত্যক্ত মালামালে এসব আইডি কার্ড পাওয়া যায়। কিছু কার্ডের ঠিকানা চিনতে পেরে পরিচিতদের দিয়ে দিই। বেশির ভাগ আইডি কার্ড আমাদের কাছে রয়েছে। তবে ভাঙারি দোকানদার আইডি কার্ডগুলো কোথায় পেয়েছে তা জানাতে পারেননি।
পোপাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম জসিম গণমাধ্যমকে জানান, এলাকার লোকজন থেকে খবর পেয়ে কিছু আইডি কার্ড আমার জিম্মায় রেখেছি। ব্যক্তি সনাক্ত করে কার্ডগুলো তাদের হাতে পৌঁছে দিয়েছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইলিয়াছ কামাল রিশাত জানান, ২০০৯-১০ সালের উপজেলার কধুরখীল ও পশ্চিম গোমদন্ডী এলাকার ২০১৩ সালে ইস্যুকৃত আইডি কার্ডগুলো বিতরণের কাজ চলছে। তবে ভাঙারির দোকানে কীভাবে পোপাদিয়া ইউনিয়নের কার্ডগুলো গেল তা আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এমএস