মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০১৬, ১১:২৬:২৮

৫০ বছর পর বিশ্ববিদ্যালয়ে সুরক্ষা দেয়াল

৫০ বছর পর বিশ্ববিদ্যালয়ে সুরক্ষা দেয়াল

চট্টগ্রাম : প্রতিষ্ঠার ৫০ বছর পর সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। নয় কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ১২ দশমিক ৯২৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই দেয়াল নির্মাণ করা হবে। এক হাজার ৭৫৩ দশমিক ৮৮ একর জমির ওপর এ ক্যাম্পাসের সীমানা বরাবর হবে এই দেয়াল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী সোমবার সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান প্রকৌশলী মো. আবু সাঈদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট থেকে দুই নম্বর গেট এলাকায় দেওয়া হবে গাছ ও কাঁটাতারের সবুজ বেষ্টনী। বাকি অংশে থাকবে খুঁটি ও দেয়াল। এক বছরের মধ্যে সীমানা প্রাচীরের কাজ শেষ করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সীমানা প্রাচীরের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয় এ কে খান আইন অনুষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন বলেন, দেয়াল না থাকায় বিশ্ববিদ্যালয়ের সম্পদ ‘অরক্ষিত’ ছিল।

তিনি বলেন, এই দেয়াল নির্মিত হলে বিশ্ববিদ্যালয়ের ভূমি রক্ষার পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করা যাবে। ক্যাম্পাস হবে আরও নিরাপদ ও শিক্ষাবান্ধব।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. কামরুল হুদার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার, সিনেট সদস্য অধ্যাপক অরুণ কুমার দেব, আইন অনুষদের ডিন অধ্যাপক আবদুল্লাহ আল ফারুক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আবুল মনছুর, এস্টেট শাখার প্রশাসক অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন ও প্রধান প্রকৌশলী মো. আবু সাঈদ হোসেন বক্তব্য দেন।
০৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে