মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০১৬, ১২:০৭:৫৮

আতংকে ‘পুরুষশূন্য’ সেই গন্ডামারা গ্রাম, থমথমে অবস্থা

আতংকে ‘পুরুষশূন্য’ সেই গন্ডামারা গ্রাম, থমথমে অবস্থা

চট্টগ্রাম: গ্রেপ্তার আতংকে চট্টগ্রামের বাশঁখালীর গন্ডামারা ইউনিয়নের গ্রামটি এখন পুরোপুরি পুরুষশূন্য। পুরো গ্রামে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সেখানে বেসরকারি খাতে কয়লাভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত আরো ৫০ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, ঐ প্রকল্প চালু হলে গ্রামটিতে লবণ চাষ ও চিংড়ি চাষ হবে, এবং তার ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন বলে গ্রামবাসী বিক্ষুব্ধ ছিল।

তবে, গ্রামেরই আরেকটি পক্ষ ঐ প্রকল্পের পক্ষে অবস্থান নেয়। এ নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা চলার পর সোমবার তা সহিংস সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে পুলিশও এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে।
০৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে